বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)
বাকৃবি চত্বর, ময়মনসিংহ-২২০২
অর্জন :
বিনা এ যাবৎ ধান, পাট, গম, ডাল, তেলবীজ, সব্জি ও মসলা জাতীয় শস্যের ১৮টি ফসলের উচ্চ ফলনশীল এবং উন্নত গুনাবলী সম্পন্ন ১১৯টি জাত উদ্ভাবন করেছে। ফসলের উন্নত এ জাতগুলো ছাড়াও ডাল ও শিম জাতীয় তেল ফসলের নাইট্রোজেনের বিকল্প হিসেবে ইনস্টিটিউট থেকে ১০টি জীবাণুসার উদ্ভাবন করা হয়েছে। বর্তমানে ছোলা, মসুর, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মাষকলাই, বরবটি ও ধৈঞ্চা’র জীবাণুসার ইনস্টিটিউট থেকে তৈরি এবং সরবরাহ করা হচ্ছে। এ সকল জীবাণুসার প্রয়োগে সয়াবিনে ৭৫-১৫০%, অন্যান্য ডাল ও শিম জাতীয় শস্যে ২০-৪৫% পর্যন্ত ফলন বৃদ্ধি পায়। জীবাণূ সার প্রয়োগ করলে ইউরিয়া সার দেয়ার প্রয়োজন হয় না। ফসফো-ভার্মিকম্পোস্ট ব্যবহারের মাধ্যমে মৃত্তিকার স্বাস্থ্য সুরক্ষা এবং ফসফেটিক সারসহ অন্যান্য রাসায়নিক সারের সাশ্রয় হয়। এছাড়াও বিনা অদ্যাবধি ৫৭ (সাতান্ন) টি প্রযুক্তি উদ্ভাবন করেছে ।
বিনা উদ্ভাবিত ফসলের জাতসমূহ :
ফসলের জাত |
জাত |
জাতের সংখ্যা |
১। ধান (২৫টি) |
ক) আউশ জাতের ধান |
০২টি |
খ) আমন জাতের ধান |
১৪টি |
|
গ) বোরো জাতের ধান |
০৯টি |
|
২। গম (০১টি) |
০১টি |
|
৩। তেল জাতীয় ফসল (৩১টি) |
ক) সরিষা |
১১টি |
খ) চিনাবাদাম |
১০টি |
|
গ) সয়াবিন |
০৬টি |
|
ঘ) তিল |
০৪টি |
|
৪। ডাল জাতীয় ফসল (৩৬টি) |
ক) মসুর |
১২টি |
খ) মুগ |
১০টি |
|
গ) ছোলা |
১১টি |
|
ঘ) মাষ |
০২টি |
|
ঙ) খেসারী |
০১টি |
|
৫। উদ্যানতাত্ত্বিক ফসল (২৩টি) |
ক) টমেটো |
১৩টি |
খ) লেবু |
০৩টি |
|
গ) পিঁয়াজ |
০২টি |
|
ঘ) মরিচ |
০২টি |
|
ঙ) হলুদ |
০১টি |
|
চ) রসুন |
০১টি |
|
৬। আঁশ জাতীয় ফসল (০৩টি) |
ক) পাট |
০৩টি |
মোট উদ্ভাবিত ফসলের জাত সংখ্যা = |
১১৯টি |
|
৭। বিনা উদ্ভাবিত জীবাণুসার |
|
১০টি |
৮। বিনা উদ্ভাবিত প্রযুক্তি |
|
৫৭টি |
বিনা উদ্ভাবিত উল্লেখযোগ্য কিছু প্রযুক্তিসমূহ:
পুরস্কার ও সম্মাননা :
বিনা’র বিজ্ঞানীগণ দেশে ও বিদেশে তাদের সফল ও যুগোপযোগী গবেষণা কর্মকান্ডের জন্য সর্বত্র সমাদৃত হয়েছেন। বিনা এ পর্যন্ত ৩১টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা লাভ করেছে। এর মধ্যে স্বাধীনতা পদক-২০১৯ সহ জাতীয়ভাবে ২২টি এবং আন্তর্জাতিকভাবে ০৯টি পুরস্খার ও সম্মাননা অর্জন করে।